Skip to main content

শিক্ষা ক্ষেত্রে সহযোগী বিভিন্ন উপকরণ কেনো ব্যাবহার করা হয়? (Why in education system we do use of various teaching materials?)





Teaching Learning Material




* শিক্ষক ও ছাত্র ছাত্রী দের বিষয় গত দক্ষতা বৃদ্ধি করার জন্য।
* ছাত্রছাত্রীদের সব সময় সক্রিয় রাখার জন্য।
* পাঠের যে পদ্ধতি তার উন্নতি সাধন করা।
* সময়ের সঙ্গে উপযুক্ত জ্ঞান দান করা।
* বিষয় বস্তু করে অত্যন্ত সহজ ভাবে শিক্ষার্থীদের কাছে তুলে ধরা।
* ছাত্র ছাত্রীর আগ্রহ বাড়িয়ে তুলা।

এই ধরনের বিভিন্ন উপকরণ ব্যাবহার করা হয় মূলত।


  #Blackboard is a mirror of teacher's mind.

                                 ধন্যবাদ সবাইকে।

Comments

Popular posts from this blog

Qualification for Job

In every field recruiter wants an experienced person in advance.... As off now it is clear that Freshers wouldn't be able to do those work... What is the use of qualifying Degree like B.A, B.sc, B.com... M.A , M.sc , M.com?.... Instead of having Book Based Education system if the system of education was like WORK-BOOK BASED EDUCATION 😑 then i hope the students would be able to apply or they may be known as an experienced person who must have at least 30% skill of work out of 100%. 

Proper Support At Exact Situation

It's very important to have proper knowledge and proper support at utmost need. When we are not getting a proper support then we may derive from right way to a wrong and less needed road. So when we do have lot's of way infront of us but we have to choose only 1 (one) from that then arise some difficulty. For that we all may need  some support from older people who are experienced about it but if we do not get enough support then  we may sometime choose perfect one else 90% wrong way.  Incase of study field, we need that very much and as well as choosing career life.

ব্ল্যাকবোর্ড কেনো ব্যাবহার করা হয় শিক্ষাক্ষেত্রে? Why in education system we do use of blackboard mostly?

১. শিক্ষাক্ষেত্রে একধরনের বৈচিত্র্য আনে এই ব্ল্যাক বোর্ড বা কৃষ্ণ ফলক। ২. শিক্ষার্থীদের সামনে মূল বিষয় বস্তুর মূল অংশ তাকে সহজ ভাবে উপস্থাপন করা যায়। ৩. শিক্ষার্থীদের সহজেই মনোযোগ আকর্ষণ করা যাই কারণ প্রতিটা শিক্ষার্থী এ তখন ভাবে যে শিক্ষক বোধ হয় আকর্ষণীয় কিছু লিখবে। ৪. ব্যবহারের পর ব্ল্যাক এর লেখা আমরা সহজেই মুছে দিতে পারি। www.sanjitdebnath.blogspot.com ধন্যবাদ সবাইকে।