Skip to main content

আপনার যখন মন খারাপ থাকবে বা নানা ধরনের কারণের জন্য মন খারাপ থাকে তখন কি করলে ভালো লাগতে পারে?

আপনার যখন মন খারাপ থাকবে বা নানা ধরনের কারণের জন্য মন খারাপ থাকে তখন কি করলে ভালো লাগতে পারে?


নমস্কার সবাই কে ।
পাঠক দের জন্য আজকে নিয়ে এলাম একটু অন্য রকমের আলোচনা। বন্ধুরা আমরা সবাই জানি যে বিভিন্ন কারণে আমাদের মন অনেক সময় খারাপ থাকে। কি কারণে খারাপ থাকে তা হইতো আমরা জেনে ও না জানার মত করে থাকি। কেননা তখন মন টাই আমাদের ভীষণ খারাপ থাকে। 

বন্ধুরা আমরা জানি যে মন হচ্ছে এমন একটা বিষয় যা সব সময় কোনও না কোনও ভাবনা নিয়ে থাকে। একটা না হয় একটা ভাবনা মনে থাকবেই। কখনো বা একটু স্বাদ এর বাইরে আবার কখনো স্বাদ এর মধ্যেই থাকে।

আমরা যদি মন কে ভালো রাখতে চেষ্টা করি তাহলে আসো নিচে পয়েন্ট গুলি একটু দেখি:



1' মন কে মনের মত করে দেখতে হবে। মন কে কেন্দ্রীয় পইন্ট হিসাবে চিহ্নিত করতে হবে। মন কে নিজে থেকে বুঝতে হবে এবং নিজের মধ্যে কন্ট্রোল এ রাখতে চেষ্টা করতে হবে।

2'  মনের ভাব বুঝে মন এ যখন যে ভাবনা টুকু থাকে সেই ভাবনা অনুসারে কাজ করতে হবে।

3' আমরা জানি যে মন যেহেতু কেন্দ্রীয় পয়েনট এ থাকে তাই মন কে কেন্দ্রীয় করে সব সময় অগ্রসর হওয়া উচিৎ।

4' সব সময় কাজের মধ্যে নিজেকে জড়িয়ে রাখা অতি আবশ্যক।


তাহলে আমরা যদি মাত্র এই কয়েক টা বিষয় একটু ভালো করে ফলো করি তাহলে মনে হয় মন কে একটু ভালো রাখতে পারবো।

আজকের জন্য এতটুক ই। 



             ধন্যবাদ সবাইকে।😋
:Bekti goto matamot  ^_^

Comments

Popular posts from this blog

ব্ল্যাকবোর্ড কেনো ব্যাবহার করা হয় শিক্ষাক্ষেত্রে? Why in education system we do use of blackboard mostly?

১. শিক্ষাক্ষেত্রে একধরনের বৈচিত্র্য আনে এই ব্ল্যাক বোর্ড বা কৃষ্ণ ফলক। ২. শিক্ষার্থীদের সামনে মূল বিষয় বস্তুর মূল অংশ তাকে সহজ ভাবে উপস্থাপন করা যায়। ৩. শিক্ষার্থীদের সহজেই মনোযোগ আকর্ষণ করা যাই কারণ প্রতিটা শিক্ষার্থী এ তখন ভাবে যে শিক্ষক বোধ হয় আকর্ষণীয় কিছু লিখবে। ৪. ব্যবহারের পর ব্ল্যাক এর লেখা আমরা সহজেই মুছে দিতে পারি। www.sanjitdebnath.blogspot.com ধন্যবাদ সবাইকে। 

CAREER

The most important part of human life is the CAREER. If a human being want to live the life of them then it is very necessary that one must do something. We the people cannot earn anything if we do not do any work, like that cannot live a happy life. If the structure of CAREER is not good or shaped in a good way at exact time then one must have to suffer the result of it. So it is very true.  So, while you are in a exact situation to make your CAREER then you mist need to be serious about it. 1st of all make that thing as good as possible, then you may come to another. Workless life never give you the fruits. The fruits that yiu want to have, for this you must have to do work hard.  Thank You.           _Sanjit_

What is study?😊

😊 Basically ; Study is a curiosity to do something new, related to the bookish knowledge or beyond it.         So , study is not a mere process of keeping some bookish knowledge in your mind or in your brain. Study differs from it. Because study does not mean only in this custom process. It also depends on the person on how he or she is using the matters in his or her career.        So,  regarding the matter of study  it is a life long process on which moreover all the human beings are depending on it. That everyone should study well to know about the whole thing.       Life doesn't stay in a one single place. It always moves on for his own innermost curiosity to know the whole world or each and everything surrounding in his or her.    So that's  all for this blog. Only personal view is added here... 😍😍